নিউজ ডেস্ক : মারা গেছেন বাংলা একাডেমির সভাপতি, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক শামসুজ্জামান খান। বুধবার দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শামসুজ্জামান খানের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে করোনাক্রান্ত হয়ে শামসুজ্জামান খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তার শারীরিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় গত রবিবার (১১ এপ্রিল) সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
খ্যাতিমান এই সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।