মোঃ হারুন অর রশিদঃ” মাস্ক পরার অভ্যাস,করোনা মুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় রাজশাহীর গোদাগাড়ীতেও পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন শুরু হয়েছে। আজ সকালে গোদাগাড়ীর এএসপি (সার্কেল)সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব,আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে এ কর্মসূচীতে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারী সহ পুলিশ কর্মকর্তা ও সদস্য গন উপস্থিত ছিলেন।এ সময় গোদাগাড়ীর শহীদ ফিরোজ চত্ত্বরে দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণের প্রচারণা চালানো হয়।উল্লেখ্য যে গত বৃহস্পতিবার( ১৮ মার্চ) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানে পুলিশ মহা পরিদর্শক জনাব ড.বেনজির আহমেদ করোনা রোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।