অনলাইন নিউজ : স্বপ্নের পদ্ম সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে সড়ক পথে তিনি পদ্মা সেতুর ১ নম্বর সার্ভিস এরিয়ায় আসেন। এরপর তার গাড়িবহর সকাল ৭টা ৪৫ মিনিটে মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ওপরে ওঠে।
তারপর সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পযন্ত দু কিলোমিটার পায়ে হাঁটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পদ্মা সেতুর দুই নম্বর সার্ভিস এরিয়ায় যান। সেখান থেকে সকাল ১০টার দিকে আবারও গাড়িরবহরে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ত্যাগ করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে দোকাছির পদ্মা সেতুর ১ নম্বর সার্ভিস এরিয়ায় আসেন। পরে সেতুতে গাড়ি নিয়ে প্রবেশ করেন। ৭ নম্বর পিলারে গিয়ে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলারের কাছে যান। ২ কিলোমিটার পায়ে হাঁটেন তিনি। প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজ দেখে ব্যাপক আনন্দিত। অপরূপ দৃষ্টিতে চেয়ে ছিলেন সেতুর দিকে।