মোঃ শাকিল মিয়া : মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটিতে মুজিব বর্ষের প্রাক্কালে মহান বিজয় দিবস-২০২০ উদযাপনের জন্যে ১১ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করেন। উক্ত কমিটি বিজয় দিবস উপলক্ষে জাপান গার্ডেন সিটির ৪ টি বাগান ও লেক আলোক সজ্জা করেন এবং ১৬ ডিসেম্বর প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশের গান প্রচার, শিশুদের জন্যে অনলাইনে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ ইমদাদুল হক, মোঃ তাজুল ইসলাম খান, সভাপতি এস.এম শাহজাহান আলী, সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ মুফদি, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম মফিজুল হক মিন্টু,সমাজকল্যাণ, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আলম ভূইয়া, আইন শৃংঙ্খলা ও নিরাপত্তা সম্পাদক মোঃ আরিফুর রহমান সহ আরও অনেকে। করোনা ভাইরাসের জন্যে প্রতিবারের ন্যায় ব্যাপক আকারে বিজয় দিবস উদযাপন করা সম্ভব হয়নি বলে জানতে পেরেছি। করোনা ভাইরাসের জন্যে ফ্রি তে মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজ করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২ জন বিচারক মন্ডলী ছিলেন মোঃ আবু আহসানুল হক হিমেল এবং মোঃ আহসানুল হক শাকিল