আপনার একটু অসচেতনতা বা অন্য কোন কারণ বশত মূল্যবান মোটরসাইকেলটি হারিয়ে যায়, চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে বাহন হিসাবে মোটরসাইকেলের জনপ্রিয়তা অনেক।
আর এ মোটরসাইকেল চুরি, হারানো বা ছিনতাইয়ের কারণে প্রতিবছর অসংখ্য মানুষকে বেশ ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়। শুধু তাই নয় হারানো মোটরসাইকেলটি কোন অবৈধ কাজেও ব্যবহার হতে পারে। তখন মোটরসাইকেলের মালিক গ্রেফতার বা হয়রানির শিকার হতে পারেন।
তাই দেরি না করে মোটরসাইকেল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অবিলম্বে পুলিশকে জানাতে হবে। তবে যে কোন কারণেই মোটরসাইকেল হারাক না কেন পুলিশের সেবার মাধ্যমে একজন নাগরিক তার মোটরসাইকেলটি ফিরে পেতে পারেন।
পুলিশ তাকে তার হারানো মোটরসাইকেলটি ফেরত পেতে সাহায্য করবে।
হারানো মোটরসাইকেল উদ্ধারের প্রক্রিয়া :
আপনার মূল্যবান মোটরসাইকেলটি হারিয়ে গেলে চুরি বা ছিনতাই হলে অবিলম্বে নিকটস্থ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি করতে হবে।
সাধারণ ডায়রি করার সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যেমন: ক্রয়ের রশিদ, লাইসেন্স নম্বর প্রভৃতি কাগজ থানায় জমা দিয়ে হবে। এরপর ডিউটি রত অফিসার আবেদনকারীকে একটি জিডি নম্বর প্রদান করবেন।
পরবর্তীতে যদি হারানো মোটরসাইকেলটি খুঁজে পাওয়া যায় তাহলে ওসির মাধ্যমে আবেদনকারী তা ফেরত পাবেন। খুঁজে না পেলেও আপনাকে থানা থেকে সেটি জানিয়ে দেয়া হবে।
হারানো মোটরসাইকেল উদ্ধারে পুলিশের সেবার সুবিধা:
হারানো মোটরসাইকেলটি ফিরে পাওয়া যায়।
পুলিশ নাগরিক সেবা নিশ্চিত করে।
আর্থিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
পুলিশ এবং জনগণের মধ্যে মৈত্রীর বন্ধন সৃষ্টি হয়।
বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মানুষ রক্ষা পায়।
সেবা প্রাপ্তির যোগ্যতা : বাংলাদেশের যে কোন নাগরিক
প্রয়োজনীয় কাগজপত্র : আবেদন পত্র
প্রয়োজনীয় খরচ : বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়
প্রয়োজনীয় সময় : ২ থেকে ৭ দিন
কাজ শুরু হবে : নিকটস্থ থানা
আবেদনের সময় : সারা বছর যে কোন সময়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা : ওসি, এসআই/এএসআই
সেবা না পেলে কোথায় যাবেন : সার্কেল এ এস পি
বিস্তারিত তথ্যের জন্য : পুলিশ কন্ট্রোল রুম ১০০ অথবা ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ এ কল করুন।
প্রয়োজনীয় ওয়েবসাইট : http://www.police.gov.bd