রাজশাহী সংবাদদাতা : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এটি করোনাকালীন সময়ে হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যু। রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার।
করোনায় মৃত্যু হয়েছে মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৫ জন ও নওগাঁর ১ জন। আইসিইউতে ভর্তি আছে ১২ জন। করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২২৫ জন।
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী হাসপাতালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন: রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।