শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

রাজশাহীর তানোরে আমিনের মনোনয়নে রাব্বানী শিবিরে কান্নার রোল !

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৬ বার পঠিত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে সব জল্পনা-কল্পনা- অপপ্রচার ও বগী আওয়াজের অবসান ঘটিয়ে নৌকার টিকেট পেয়েছেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আমির হোসেন আমিন। কেউ কেউ বলছে, এমপি বিরোধীদের রামায়ণী চাঁটি মেরে আমিন বাগিয়ে নিলেন নৌকার টিকেট। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওস্তাদের মাইর শেষ রাতে। এমপি নির্ভর রাজনীতিতে এমপির সঙ্গে বিরোধীতা বা সম্পর্কের অবনতি ঘটিয়ে রাজনীতির মাঠে দাঁড়ানো যায় না সেটিও প্রমাণ হয়েছে। জানা গেছে, ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেযর পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আমির হোসেন আমিনের নাম ঘোষণা করা হয়। অপরদিকে আমিনের মনোয়নে রাব্বানী অনুগতদের রাজনীতির সুর্যাস্ত হয়েছে বলে মনে করছে নেতাকর্মীরা এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনের মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অভিন্দন জানিয়ে মিস্টি বিতরণ করেন। এ সময় গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল-মামুন ও সাইদুর রহমানের অনুগতদের হাউমাউ করে কাঁদতে এবং অনেককে চরম ক্ষোভ প্রকাশ করে তাদের অকথ্য ভাষায় গালাগাল করতে দেখা যায়। এসব বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, এমপির বিরোধীতা করতে গিয়ে তাদের পায়ের নিচের মাটি অনেক আগেই সরে গেছে, আর তাদের বগী আওয়াজ শুনে এবার তারাও বিপাকে পড়েছে। অপরদিকে গতকাল মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নৌকার বিজয় ঘটাতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে শপথ করেছে।এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com