শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে গভীর নলকুপ ভাংচুর উত্তেজনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৮৩ বার পঠিত
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষরা উদ্দেশ্যেপ্রণোদিত ও পরিকল্পিত ভাবে গভীর নলকুপের যন্ত্রপাতি ভাংচুর করে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে।এদিকে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলার কাঁমারগা ইউপির গাংহাটি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। স্থানীয়রা এঘটনায় জড়িতদের দৃস্টান্তমুলক শাস্তির দাবি করেছে। জানা গেছে, উপজেলার কাঁমারগা ইউপির ২০৮ নম্বর গাংহাটি মৌজায় ২৬৯ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপের অপারেটর গ্রামের মৃত ধীরেন সরকারের পুত্র পলাশ সরকার। কিন্ত্ত সে গভীল নলকুপের ঘরে মাদক সেবনসহ নানা অজুহাতে সেচচার্জ আদায়ের নামে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এমনকি জমির ফসল কেটে নেয়ার মতো ঘটনাও ঘটিয়েছে। এদিকে গভীর ণলকুপ স্কীমের সকল কৃষক ঐক্যবদ্ধ হয়ে কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনার দাবি জানিয়ে বিএমডিএ’র কাছে অভিযোগ করেন।এরই প্রেক্ষিতে সমিতি করে দেয়া হয়।কিন্ত্ত সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনা করলে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নাই। বিষয়টি বুঝতে পেরে অপারেটর পলাশ সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনা করতে অনীহা প্রকাশ করে।এমনকি গত মৌসুমে রাঁতের আঁধারে নলকুপের বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে কৃষকের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়।কিন্ত্ত পরবর্তীতে কৃষকের হাতে ধরা পড়লে তিনি ভুল শিকার করে ক্ষমা প্রার্থনা করে এবং নলকুপ মেরামতে সমিতির প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়। এদিকে চলতি মৌসুমেও পলাশ ফের একই ঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ ডিসেম্বর বুধবার ঘন কুয়াশাচ্ছন্ন সকালে কচুয়া গ্রামের আহসান আলীর পুত্র বাবু, কাদের আলীর পুত্র মিজান ও পলাশ গভীর নলকুপ ভাংচুর করে। এসময় তাদের বাধা দিতে চাইলে তারা উল্টো তাদেরই প্রাণ নাশের হুমকি দিয়ে ধাওয়া করে। অন্যদিকে এই ঘটনার দায় গ্রামবাসীর ওপর চাপাতে বাবুর পরামর্শে পলাশ বাদি হয়ে গ্রামবাসীর নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে।এদিকে গ্রামবাসী বাদি হয়ে পলাশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছে। পাল্টাপাল্টি অভিযোগে দু’পক্ষ মুখোমুখি এলাকায় চরম উত্তজনা বিরাজ করছে। এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রামবাসি জোরপুর্বক তার গভীর নলকুপ দখল করেছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com