নিজস্ব সংবাদদাতাঃ রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল ও গুলি সহ শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।র্যাব-৫,সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি অপারেশন দল গতকাল (১১ এপ্রিল ) ভোর ৪ টার সময়,জেলার বাঘা থানাধীন আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি খালি খোসা সহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।এরা হলো বাঘা থানাধীন আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামাণিকের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫) ও একই থানাধীন চাঁদপুর(বেংগাড়ি বাজারের) মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ ফাইজুল ইসলাম জনি(২৮)।এ সময় তাদের কাছ থেকে একটি মটরসাইকেলও জব্দ করা হয়।আটক অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।