মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২০৮ বার পঠিত

মোঃ হারুন অর রশিদঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে কেউ করোনা পজিটিভ হয়ে মারা না গেলেও সবাই করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।সোমবার সকাল ৮ টা থেকে আজ মঙ্গল বার (১২ অক্টোবর ) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সকালে এসব তথ্য জানিয়ে বলেন, মৃতদের মধ্যে নওগাঁর ৩ জন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের ১জন করে মারা গেছেন। সর্বোচ্চ আইসিইউতে মারা গেছেন ৫ জন।এছাড়া ১৭ নং ওয়ার্ডে ২ জন ও ৩ নং ওয়ার্ডে ১ জন মারা গেছেন। পরিচালক আরও জানান,গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১২ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত করোনা ইউনিটে ১৯২ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৮৪ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com