রোববার দেশব্যাপী শুরু হচ্ছে করোনার টিকাদান। এ জন্য ১০০৫ কেন্দ্র প্রস্তুত রয়েছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রোববার সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা টিকা নেবেন। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করবে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা দেওয়া হবে। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করবে।
তারা জানায়, রোববার বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।