বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি খাস জমিতে নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে খাসেরহাট বাজারে সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি জানার পর বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শিবগঞ্জ থানা পুলিশ, বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, বিনোদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য এবং এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।