বিডি ঢাকা অনলাইন ডেস্ক
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধণা প্রদানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হলে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে র্যালী, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক সাংগঠিক কমান্ডার তরিকুল ইসলাম। সফল উদ্যোক্তা, ভিক্ষুক পূর্নবাসকৃত ৩জনকে সংবর্ধণার ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের সংবর্ধণা দেয়া হয়। কৃতিত্ব অর্জনকারীরা হলেন, দীর্ঘদিন যাবত বিনামূল্য শিক্ষার্থীদের শিক্ষা প্রদানকারী শিক্ষক মো. আব্দুর রশিদ (রশিদ মাস্টার), সামাজিক ভারসাম্য পরিবেশ রক্ষার্থে বৃক্ষপ্রেমি কার্তিম প্রামানিক কে সম্মাননা ক্রেস্ট, প্রতিবন্ধীকতাকে পিছনে ফেলে সফল উদ্যোক্ত্যা হিসেবে প্রতিষ্ঠিত করা শরীরিক প্রতিবন্ধী মো. সোহেল রানা ও আরেক প্রতিবন্ধী যিনি সকল বাধাকে উপেক্ষা করে শিক্ষা অঙ্গনে সফলতা ধরে রাখা প্রতিবন্ধী মো. জিহাদ হাসানকে সম্মামনা ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেন অতিথিগণ। এছাড়া ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয় অনুষ্ঠানে। শেষে জাতীয় সমাজ সেবা দিবসের কেক কাটা হয়।