বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় তিন পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার একবরপুর আলম মোড় এলাকায় এসব সহায়তা তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপকারভোগীরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আলম মোড় এলাকার রবিউল ইসলাম, আতাবুর রহমান ও কুড়ান আলী।
এ সময় উপস্থিত ছিলেন- বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, লিটন আলী ও তোহরুল ইসলাম।