বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের একটি পুকুরের পাশ থেকে ৩৩৬ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সোনাপুর মধ্যপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. তোহিদুল ইসলাম (৩৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ সোনাপুর গ্রামের একটি পুকুরের পাশে মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ৩৩৬ বোতল ফেনসিডিলসহ মো. তোহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।