বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন এবং এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি আনন্দ রালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। পরে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্যসহ অতিথিরা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিস আয়োজিত মেলায় ১৯টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে মাটির নিচে উৎপাদিত বিভিন্ন ফসলসহ বিভিন্ন ফসল প্রদর্শন করা হচ্ছে।