জুয়েল খান শিবগঞ্জ সংবাদদাতা :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী সদস্যদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ক্ষুদ্র ঋণ ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।