বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস
পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও। দিবসটি উপলক্ষে রবিবার সকালে
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসে সূচনা, জাতীয়
পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ
মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধণার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ দেবীতে পুষ্পস্তবক
অর্পন করেন, স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত. শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল
ইসলাম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ,উপজেলা
আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এবং বিভিন্ন
সেচ্ছাসেবী সংগঠন।
এদিকে শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও
শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার
মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডাঃ
সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সুন, শিবগঞ্জ
পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের
হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস
চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, বীর
মুক্তিযোদ্ধা তোরিকুল আলম, আব্দুল হামিদ, আব্দুল মান্নান ও ছত্রাজিতপুর
আলাবক্স মেমোরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।
এর আগে উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন
স্কুল-কলেজ-মাদ্রাসার স্কাউটদের প্যারেইট ও কুচকাওয়াজে বিভিন্ন
স্কুল-কলেজ ও মাদ্রাসা স্কাউট দল অংশগ্রহণ করে। সেখানে প্যারেইট ও
কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে
সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এছাড়া কানসাট, মোবারকপুর, দাইপুখুরিয়া, চককীর্ত্তি, শ্যামপুর, দূর্লভপুর,
উজিরপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা
দিবস ও জাতীয় দিবস উদযাপন করেন ইউপি কর্তৃপক্ষ।