বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার রাত ১০টার পর পৃথক অভিযানগুলো চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেনÑ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।