নিজস্ব সংবাদদাতা : দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। আর আজ রমজানের শেষ জুমা ও ছুটির দিন। সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে পছন্দের মার্কেট ও শপিংমলে ছুটছেন ক্রেতারা। এজন্য রাজধানীর সব মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমনকি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনা নিয়ে নেই কোনো আতঙ্কের ছাপ। এর ফলে উপেক্ষিত হচ্ছে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে করোনার স্বাস্থ্যবিধি ভেঙ্গে ক্রেতা-বিক্রেতাদের কেনাবেচা করতে দেখা গেছে।