বিশ্বব্যাপী করোনার মহামারির মধ্যেই এবার এবার এসেছে থার্টিফার্স্ট নাইট। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এটি উদযাপিত হবে।এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরই রাজধানীর হাতিরঝিলে যানবাহন ও জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা ১ জানুয়ারি ভোর পর্যন্ত বলবৎ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।তিনি জানান, সন্ধ্যার পর পরই বন্ধ করে দেওয়া হবে হাতিরঝিলে প্রবেশের সব কয়টি পদ। যানবাহনের পাশাপাশি কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না।সন্ধ্যার পরই হাতিরঝিলে প্রবেশ বন্ধ,প্রসঙ্গত, এবারের থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আগেই নানা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। করোনা মহামারির কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না বলে জানানো হয়। এমনকি বাড়ির ছাদেও করা যাবে না কোনো পার্টি।ওসি আব্দুর রশিদ জানান, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপি থেকে আগেই করোনাভাইরাস প্রতিরোধের কারণে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকেই হাতিরঝিলের সব কয়টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।এ বিষয়ে বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, গুদারাঘাটে অবস্থান নেবে আমাদের পুলিশ সদস্যরা। যাতে কেউ হাতিরঝিলে ঢুকতে না পারে।