নিউজ ডেস্ক : প্রথম দিনে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ২৬ জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা প্রথম ভ্যাকসিন নেন। এর পর পর্যায়ক্রমে আরো ২৫ জন টিকা গ্রহণ করেন।
তারা হলেন, ডা. আহমেদ লুৎফুল মোবেন, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মো. দিদারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আব্দুল হালিম, মো. এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আকতার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরুপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আবদুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসাইন, মাসুদ রায়হান পলাশ, মো. আল- মাসুম মোল্লা, আমিরুল মোমেনিন, মিম মুন্নি খাতুন, মো. আশিফুল ইসলাম, দেওয়ান হেমায়েত হোসাইন।
প্রথম দিনের তালিকায় ৩২ জনের নাম থাকলেও তাদের ৩ জন অনুপস্থিত ছিলেন। বাকি তিন জনের ভ্যাকসিন দেয়া যায়নি তাদের সমস্যার কারণে।