পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব সবুজায়নের উদ্যোগ নিয়েছে এবং এর মাধ্যমে মোট ৫০ বিলিয়ন গাছ লাগানো হবে। এর মধ্যে ১০ বিলিয়ন সৌদি আরবে এবং বাকি ৪০ বিলিয়ন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে। আমরা গাছ দিতে চাই এবং রক্ষণাবেক্ষণ করতে চাই।’খাদ্য নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার ওপরে জোর দিয়েছেন এবং আমরা বলেছি, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে কাজ করতে চাই।’মন্ত্রী বলেন, ‘তারা বিভিন্ন দেশে কন্ট্রক্ট ফার্মিংয়ের আয়োজন করছে এবং পার্টনার হিসেবে তারা আমাদের নিতে পারে।’
সৌদি বিনিয়োগ বিষয়ে তিনি বলেন, ‘সব ধরনের সুবিধা দেওয়া হবে সৌদি কোম্পানিগুলোকে। ইতোমধ্যে ২০টি কম্পানি আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করি, শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।’