বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বার থেকে উত্তীর্ণ জয়েছেন ড. মো. তসিকুল ইসলাম। গত বুধবার বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৪৬০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ৪ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ড. তসিকুল ইসলাম ১৯৯৮ সালে ১ম শ্রেণিতে এসএসসি ও ২০০০ সালে ১ম শ্রেণিতে এইচএসসি. পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এল.এল.বি, এল.এল.এফ. (১ম শ্রেণি), বি.এ. (অনার্স), এম.এ, এম.ফিল, পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন আইনজীবী হিসেবে সুযোগ পাওয়ায় এখন থেকে প্র্যাকটিস শুরু করবেন বলে জানান ড. তসিকুল। তিনি একজন আইনজীবী হিসেবে পেশাগতভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন বলেও জানান।
তিনি আইন পেশার পাশাপাশি শিক্ষা-গবেষণা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন। তিনি বর্তমানে সেক্টর
কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সমিতি ও বাংলাদেশ ইতিহাস পরিষদদের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ড. তসিকুল বর্তমানে বেসিক ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখা ও কানসাট শাখা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।