সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

১৬ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত
১৬ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ১৬ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের প্রচারণায় নারায়ণগঞ্জ এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে ওয়ার্ডে পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছে।এ সময় মিছিল ও শ্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো এলাকা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড পানির কল এসিআই এলাকায় গণসংযোগ করেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, জনগণের সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। উৎসবমুখর পরিবেশ রয়েছে নারায়ণগঞ্জে। কোথাও কোনো বাধা নেই। আমার মত প্রচারণা চালাচ্ছে তৈমুর চাচাও।

অপরদিকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নগরীর ১২ নং ওয়ার্ড এলাকায় বক্তব্য রাখেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবে চিন্তা করে। জনগণ জাতীয়ভাবে এটা চিন্তা করে না। সকলের সমর্থন পাচ্ছি। আমার দল একটা ভাল কাজ করেছে। নৌকার ভোট পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com