বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের কর্মচারীর অবসরকালীন ভাতার প্রায় ২২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন চেয়ারম্যানের কার্যালয়ে অবসরপ্রাপ্ত কর্মচারী আবু জায়েদের হাতে এই চেক তুলে দেন।
উল্লেখ্য, জেলা পরিষদের কর্মচারী (ফটোকপি অপারেটর) মো. আবু জায়েদ গত মাসে অবসরে যান এবং তার অবসরকালীন পাওনা দাঁড়ায় প্রায় ২২ লাখ টাকা।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য তারিক-উজ জামান সুমন (নাচোল), সদস্য কবির খান (গোমস্তাপুর), জেলা পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশীদসহ অন্যরা।