বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন দপ্তর। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা, যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ১৯তম ব্যাচের মধ্যে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং ইম্প্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন ডেপুটি কো-অর্ডিনেটর (ডিসিসি) রাকিবুল ইসলাম।
জেলার গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. পারভেজ সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেস ক্লাবের সহসম্পাদক আল মামুন বিশ্বাস, মুক্ত মহাদল স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মফিজ আহমেদ নাদিমসহ এলাকার যুবরা।