বিডিঢাকা ডটকম : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে শ্রী সমর কুমার পাল যোগদান করেছেন। ৭ জুন সোমবার বিকেলে সমর কুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ভোলাহাটে যোগদান করেন। তিনি রাজশাহী সিটি করপোরেশনে ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থেকে তিনি ভোলাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়ীত্ব গ্রহণ করেন। সমর কুমার পাল ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। চাকুরীর প্রথম কর্মস্থল নোয়াখালী। তাঁর বাড়ী পাবনা জেলার আতাইকুলাতে। যোগদানের পর নব্য ইউএনও গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, রেশম খ্যাত ভোলাহাট উপজেলা বাসির সকলের সহযোগীতা নিয়ে ভোলাহাটের উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করব ইনশাআল্লাহ।