ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের গ্রিনজোনের বাসভবন লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়েছে।
আজ রোববার ভোরে ঘটনাটি ঘটে। হামলার পরও ইরাকি প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটিকে ‘হত্যা প্রচেষ্টা’ আখ্যা দিয়েছে ইরাকি সামরিক বাহিনী। সূত্র: দা টাইমস অব ইন্ডিয়া
তবে ড্রোন হামলায় বাসভবনের বাইরে দায়িত্বপালনে থাকা আল-কাদিমির ব্যক্তিগত নিরাপত্তা দলের ৬ সদস্য আহত হয়েছেন।
এখনও কোনো গোষ্ঠী বা দল বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় স্বীকার করেনি।
গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-কাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানপন্থি সশস্ত্র গ্রুপগুলোর সমর্থকরা বাগদাদের গ্রিনজোনের কাছে বিক্ষোভ দেখিয়েছেন। সেসময় তারা ইরাকের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলের বিরোধীতা করেন। কারণ সর্বশেষ নির্বাচনে ইরাকি পার্লামেন্টে কিছু ক্ষমতা হারিয়েছেন ইরানপন্থিরা।