বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে বিএনপির মেয়র প্রার্থী রফিকুর ইসলাম নয়নের ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৩ বার পঠিত

ঈশ্বরদী সংবাদদাতা : ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুর ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন।  শনিবার ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টায় শহরের পূর্বটেংরী নিজ বাসভবনে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
মেয়র প্রার্থী রফিকুর ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা
প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ এসময় তিনি আরও দাবি করেন, প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস  জানান, সকাল থেকেই বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিক ভাবে সেইসব স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনও কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়নি।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com