দেওয়ানগঞ্জ সংবাদদাতা : আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমাদিয়েছেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুর আলম।
সোমবার ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় এলাকাবাসীকে সাথে নিয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মহালী দেওয়ানী (তোতা মিয়া), মোঃ নুর হোসেন, আলহাজ্ব মোঃ শামসুর রহমান (বি.এস), মোঃ শামসুল হক, মোঃ বারিক মিয়া, মোঃ দুলাল মিয়া, মোঃ নুর নবী, মোঃ আব্দুস সালাম, মোঃ হারুন অর রশিদ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আমজাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান (মাষ্টার), মোঃ ভিক্কু মিয়া, মোঃ আবুল কাসেম, মোঃ রিপন মিয়া, মোঃ আসলাম হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু জাফর, মোঃ সোলায়মান হোসেন শান্ত, মোঃ জিদনি, মোঃ হেলাল মিয়া, মোঃ তৌহিদ মিয়া, মোঃ ছানোয়ার হোসেন, মোঃ মুন্না মিয়া, মোঃ নুহু মিয়াসহ আরও অনেকে।
ফরম জমাদান কালে মোঃ জহুর আলম ৬নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি এই ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদক মুক্ত ওয়ার্ডে রূপান্তরিত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সে জন্য আমি আপনাদের সকলের দোয়া,ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।
পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।