সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া বীণা জর্জকে ভারতের কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করেন। খবর ইন্ডিয়ান টাইমসের।
খবরে বলা হয়, পদার্থবিদ্যায় স্নাতোকত্তর করার পর বিএড-ও করেন বীণা। তার স্বামী বর্তমানে একটি উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেন।
কেরলের ইতিহাসে এই প্রথমবার কোনও সাংবাদিক মন্ত্রিত্বের পদে আসীন হয়েছেন। ৪৪ বছর বয়সী বীণা জর্জ ইতিমধ্যেই সাংবাদিকতায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বেশ কিছু মালায়ালাম চ্যানেলে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করে নিজের পরিচিতিও গড়ে তুলেছেলেন তিনি।
২০১৬ সালে প্রথমবার রাজ্যের আরানমুলা আসন থেকে জিতে বিধায়ক হন। এবার তিনি ১৯ হাজারেরও বেশি ভোটে ওই আসন থেকেই জয় পেয়েছেন।
এদিকে কেরালার ইতিহাসে এই প্রথম বার সাংবাদিকতার পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া কাউকে মন্ত্রী করা হচ্ছে।
ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়, ছাত্র ফেডারেশনের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি এদিকে সাংবাদিকতায় যোগ দেওয়ার আগে সিপিএময়ের ছাত্র সংগঠন এসএফআই-র হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি বীণার। সেই সময়ে একাধিক ছাত্র অন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। পরবর্তীতে পেশা হিসাবে সাংবাদিকতাকে বেছে নিলেও বরাবরই নিজের বাম পরিচিতি প্রকাশে কখনও রাখঢাক করেননি তিনি।