নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার কিরণগঞ্জ বিওপির বিজিবির সদস্যরা একটি আম বাগান থেকে ১৯ লাখ টাকা মূল্যের ৯৫০ গ্রাম হেরোইন মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে। জানাগেছে, ২৪ জুন বৃহস্পতিবার রাতে কিরণগঞ্জ বিওপির নায়েবে সুবেদার মো.রেনু মিয়ার নেতৃত্বে টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৮ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জের একটি আম বাগান থেকে মালিক বিহীন ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো.আমীর হোসেন মোল্লা পিএসসি হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আমীর হোসেন। –