অনলাইন নিউজ : বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দু’জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর এবার আরেকজনের নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।
সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তিন জনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের তথ্য পাওয়া গেছে।
জিআইএসএআইডি’র তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।