রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল সোমবার(১৬ডিসেম্বর) ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এর আগে গত ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

এখন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ করা হয়। ৭ দিন পর পুনরায় এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহ মনি জিকো।

জানা গেছে, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশেই কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানুয়ারী মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশনে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়েছে।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ম্যানেজার (তদন্ত) শাহমনি জিকো জানান, গত ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। আর পটুয়াখালী পাওয়ার প্লান্টের সঞ্চালন লাইন সংস্থাপনের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। আগামী সাতদিন পর আমাদের (পায়রায়) বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ‘আমাদের পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশন নির্মাণসহ সকল নির্মাণ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম/দ্বিতীয় সপ্তাহের দিকে আমরা পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট উৎপাদনে আসতে চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com