শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

কাপ্তাই বাধেঁর জলকপাট ১১দিন পর তৃতীয় বারের মতো বন্ধ করা হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাঙমাটির কাপ্তাই বাধেঁর জলকপাট গুলো খোলার ১১দিন পর তৃতীয় বারের মতো বিউবো কর্তৃপক্ষ বন্ধ করে দিল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ১৬টি জলকপাট কাপ্তাই বিউবো কর্তৃপক্ষ উপরের সিদ্ধান্ত অনুসারে  বন্ধ করা হয়েছে বলে জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান  ওইদিন সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.২২ ফুট মীনস সি লেভেল। পানি বাধেঁর বিপদসীমার নীচে থাকায় কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের বা জলকপাট একযোগে বন্ধ করে দেয়া হয়েছে।

চলতি বছরের ৬ আগন্ট প্রথম জলকিদ্যুত কেন্দ্রের ১৬ টি স্পিলওয়ে খুলে দেয়া হয়েছিল। এর পর সর্বশেষ ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয়বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেয়া হয়েছিল। পরবর্তী কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় লেক তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল । সূত্র মতে, জলবিদ্যুত কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুরোদমে চলছে। এই ইউনিট গুলো দিয়ে বর্তমানে প্রতি সেকেন্ড আরও ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বমোট ২৩০ হতে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।লেকে পানির ¯্রােত বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের  ৫ টি ইউনিট এক যোগে চালু হওয়ায় সেখানে  ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com