বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষকদের সতর্ক করেছে জেলা কৃষি অফিস। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা কৃষি অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার নির্দেশনায় বলেছেন, পত্রিকার প্রতিবেদন এবং পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকার টেলিফোনিক নিদের্শনা মোতাবেক জেলার ৫ উপজেলার কৃষি অফিসারদের দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ঝড়ে প্রাণহানিসহ মাঠে দাঁড়িয়ে থাকা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় কৃষকগণের মাঝে ব্যাপক প্রচারণা চালানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা প্রদান করার কথা বলা হয়েছে।