কুমিল্লা সংবাদদাতা :কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি বিশ্বরোড এলাকার হোটেল রাজধানী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাকিবুল ইসলাম, রিমন, জয়নাল আবেদীন, রাজিব হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম, নাজু বেগম, সোমা, লিপি বেগম ও পাখি বেগম।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে বেশ কিছু আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এমন সংবাদে সোমবার দুপুরে হোটেল রাজধানীতে অভিযান চালানো হয়। এ সময় আপত্তিকর অবস্থায় ছয়জন তরুণ ও চারজন তরুণীকে আটক করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।