গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা’য় আক্রান্ত হওয়ায় গত ৫ দিন যাবত অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত রয়েছে উপজেলাবাসী।এলাকাবাসীর অভিযোগ,বিকল্প একজন চালক থাকলেও তাকে অজ্ঞাত কারনে কাজে লাগাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা। গোপন সূত্রে জানা গেছে, রহনপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল হামিদ করোনা’য় আক্রান্ত হওয়ায় গত (২৯ জুন) থেকে দায়িত্ব পালন করছেন না। এর ফলে গত ৫ দিন যাবত অ্যাম্বুলেন্সটি গ্যারেজবন্দি হয়ে পড়ে আছে। গতকাল(০২জুলাই)সেবা নিতে আসা ওমর ফারুক বলেন,তার ভাগিনা বাকির শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে রামেকে রেফার করেন। কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স ঠিক থাকার পরেও অ্যাম্বুলেন্সের গাড়ীচালক করোনা আক্রান্ত হয়।যার ফলে প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে তিন হাজার টাকা ভাড়া দিয়ে রামেক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এতে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মাসুদ পারভেজ জানান, চালকের করোনা ও অ্যাম্বুলেন্সের টায়ারের সমস্যার কারনে সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। এছাড়া বিকল্প চালকের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না।