বিডি ঢাকা ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে চাঁপাইনবাবগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই সড়ক অবরোধ করেন।
তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের এই সেতু এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝানোর পর দুপুর ১টার দিকে তারা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে যান। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক দুপুর ১টার দিকে সবাইকে নিজ নিজ মেসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্তের ঘোষণা দেন। পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, চলমান কোটা আন্দোলনের সমর্থনে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে আমরা শিক্ষকরা এবং পুলিশ কর্মকর্তারা বুঝিয়ে আবারো কাম্পাসে ফিরিয়ে নিয়ে আসি। শিক্ষার্থীদের আমরা শান্ত থাকার আহ্বান জানিয়েছি।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তি মোড়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল ও অবরোধে অংশ নেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।