চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। গেলায় গত ২৪ ঘণ্টায় ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট ১ লাখ ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৫ জন মারা গেছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় দুইজন মাার যান। শনাক্ত হন ১৫৯ জন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য্যে ১২০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৮২ শতাংশ।
উপজেলাগুলোর মধ্যে বাঁশখালী ১৫, রাউজানে ৩, পটিয়ায় ১, বোয়ালখালীতে ১, আনোয়ারা ১, হাটহাজারীতে ৫, চন্দনাইশে ৭, সীতাকুণ্ডে ২ ও মিরসরাইয়ে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৪৫ জন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে ৭২ হাজার ৬৫২ জন নগরীর। বাকি ২৭ হাজার ৩৯৩ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৫ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫১ জন।
এ জাতীয় আরো খবর..