সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাত, পরিবহনখাত, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সেক্টরে দালাল চক্রের সক্রিয়তা ও আধিপত্য ব্যাপকভাবে আলোচিত হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। দালাল চক্রের উৎপাত নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন সেক্টরে দালাল চক্রের প্রায় পাঁচশ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
রবিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে দেশের বিভিন্ন জেলায় দালাল চক্রের বিরুদ্ধে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযান পরিচালনা করে। ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিভিন্ন জেলার পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকাসহ দেশের বিভিন্নস্থানে ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ২৪৮ জন দালালকে ৯ লাখ টাকা অর্থদণ্ড ও ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক ইমরান খান বলেন, এসব দালাল চক্রের অত্যাচারে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় প্রত্যাশিত সেবা পেতে নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি অর্থ খরচ করা লাগছে। আবার অনেকেই অধিক অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। এরই প্রেক্ষিতে, র্যাব দেশব্যাপী বিভিন্ন সেক্টরে দালাল চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও অভিযান পরিচালনা করছে।