ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পঁচা বাজারের জলাবদ্ধতা ও জনভোগান্তি চরমে উঠেছে। বৃষ্টি হলেই দিনের পর দিন জলাবদ্ধতার মধ্য দিয়েই চলাচল করছে এলাকার মানুষ। এমতাবস্থায় সম্প্রতি এ সমস্যা সমাধানে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও চককীর্তি ইউনিয়ন’র সাবেক সভাপতি মো. নবিনুর রহমান। আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ, সানা উল্লাহ সেলিম, মো.আওয়াল রাশিদ অন্তর, আবু রায়হান রাজু, আব্দুস সামাদ। মানববন্ধনে বক্তারা পঁচা বাজারের জলাবদ্ধতা, জনোভগান্তি নিরসনের জোর দাবি জানান। এ সময় নবীনুর রহমান বলেন, বহুদিন থেকে এই স্থানটি জলাবদ্ধতা ও জনভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তিতে কঠোর কর্মসূচী দেয়া হবে।