বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন— আতিকুল ইসলাম আজম, আল-মামুন বিশ্বাস, নাহিদ ইসলাম, মনিরুল ইসলাম দোয়েল, নুর মোহাম্মদ, আব্দুস সালাম তালুকদার, আলাউদ্দিন পারভেজ, সামিরুল ইসলাম, আমিনুল ইসলাম ও শ্রী তপন।
এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, এই উপজেলা কৃষিপ্রধান এলাকা। ফলমূল, শাকসবজি, ইরি-বোরো, আউশ, আমন সব ধরনের ফসল উৎপাদন হয়। তাই গোমস্তাপুর উপজেলার কৃষি ও কৃষককে সামনের দিকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা প্রয়োজন হবে।