ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রানিজ পুষ্টি নিশ্চিতকরণে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মুরগীসহ গোস্ত ভ্রাম্যমানভাবে বিক্রির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ খামারীরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী জানান, দিনব্যাপি রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় মুরগী,ডিম ও দুধ বিক্রয় করা হচ্ছে। এর মধ্যে মুরগী ২৫০ টাকা কেজি, ডিম ২৮ টাকা হালি ও দুধ ৫০ টাকা দরে আগামী ১০ দিন উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান বিক্রয় করা হবে।