বিডি ঢাকা ডেস্ক
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন।
সভায় আরো বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া খান রুবেল, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাসসহ অন্যরা।
সভায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।