নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর ইউপির বাগিচা পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল করিম (২৮) ও নওগাঁ জেলার পোরশা দুয়ারপুরের তোজাম্মেল হকের ছেলে সালেকুর রহমান (২৩)। জানা গেছে, ১০ জুলাই শনিবার দুপুর ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডায় অবস্থিত পুরাতন সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়।