বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা পুলিশের ভালোবাসায় ও তৈরি পোশাক প্রতিষ্ঠান এসভেনটেক্স এশিয়া লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম ফেরদৌস ইসলাম খোকনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম ফেরদৌস ইসলাম। আবু হেনা আলমগীরের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউম ও রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন।
উল্লখ্য, গোমস্তাপুর উপজেলার এক হাজার অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।