বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্তদের মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে চেক তুলে দেন।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিতরণ অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ অন্যরা।
আলোচনা শেষে জটিল রোগে আক্রান্ত ২৬ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।