
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনর ড. রাজিব রঞ্জনের বাসভবনের সামনে সেনা মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত হামলার পর থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ‘জুলাই ঐক্য’ নামে সংগঠন নগরের আন্দরকিল্লা, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা জমিউতুল ফালাহ জামে মসজিদ ও নগরের বড়পোল এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কিছু সংগঠন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।